Highway, 2014

বড় রাস্তার গান

সূর্য রঙিন তার পূর্বে
এক বেলা দেরী করে ওঠে
ছায়া ফেলে সাদা কালো লালচে
মেঘ জমে থাকে তার ঠোঁটে।
সূর্য রঙিন তার পূর্বে
এক বেলা দেরী করে ওঠে
ছায়া ফেলে সাদা কালো লালচে
মেঘ জমে থাকে তার ঠোঁটে।
কখনো উপচে পড়ে ধড়ফড়িয়ে প্রাণ,
রাস্তা বদল করে হাওয়া।

১)
এ যেন ছেলেখেলা আলোচনা হতে দাও
যেই গলিতে গাড়ি ঢোকে না।
এ যেন মাঝারী শহরে কিছু বাজারি গান
দু কান আমার জানি শোনে না।

ছাতাগুলো দোলে, ডানা মেলে রোদ
রোদে জামা ভেজে, পথে অবরোধ।
নিচু বাড়িগুলো খালি তোলে হাই,
পিছুটানে পায়ে আরো গতি চাই।

২)
আমিও জানি আমি গেঁথে গেছি আলপিনে,
কত কি ছুটে চলে দু পাশে।
কখনো ভেবো বসে তুমি নিয়ে লোফালুফি
এ খেলা খেলে কার কি আসে?

চোখে হাসি আর হাতে তালি থাক
ভাঙা বিকেলের কাছে ফেরা যাক
ঘন হতে থাকে মোহহীনতা
কেটে যায় ঘোর বাড়ে দীনতা।

সূর্য রঙিন তার পূর্বে
এক বেলা দেরী করে ওঠে
ছায়া ফেলে সাদা কালো লালচে
মেঘ জমে থাকে তার ঠোঁটে।
কখনো উপচে পড়ে ধড়ফড়িয়ে প্রাণ,
রাস্তা বদল করে হাওয়া।

খেলা শেষ

খেলা শেষ, কত চিঠি লেখা ফিরে এলো না
এই বেশ, একই পথ দিয়ে ফেরা হল না
খেলা শেষ, কত চিঠি লেখা ফিরে এলো না
এই বেশ, একই পথ দিয়ে ফেরা হল না
ঘুম শেষ, দূরে ফুটে ছিল আলো
তুমি ভালোবাসো বলে।

১)
ঢেউ নেই, স্রোত নেই, গতি নেই
থেমে গেলে ক্ষতি নেই
কন্ঠে আকুতি নেই।
আগুনের তাপে রোদ পোড়ে পিঠ
ঠোঁটে হাসি টেনে যেই
তুমি ঘুরে তাকাতেই।

হাতে রাখা আছে পুরোনো কবিতা
ছবিটা সরালেই খেলা শেষ
অথবা দুপাশে ঝরে গেছে কত
দিন ছুটি হয়ে গেলে খেলা শেষ।

২)
স্বাদ নেই, শুয়ে আছি কতকাল
এ দু চোখে নেশা নেই
রঙে মেলামেশা নেই।
গোলাকার পৃথিবীর মাঝখানে
জমে আছে অভিমান
শুনে যেতে হবে গান।

হাতে রাখা আছে, সময়ের কাঁটা
কিছুটা এগোলেই খেলা শেষ
মনে আছে কতো লুকিয়ে রেখেছি
ছুঁয়ে থাকা ফুরোলেই খেলা শেষ।

খেলা শেষ, কত চিঠি লেখা ফিরে এলো না
এই বেশ, একই পথ দিয়ে ফেরা হল না
ঘুম শেষ, দূরে ফুটে ছিল আলো
তুমি ভালোবাসো বলে।

খেলা শেষ (female)

খেলা শেষ যত চিঠি লেখা ফিরে এলো সব
এই বেশ কানে লেগে থাকে চেনা কলরব
খেলা শেষ যত চিঠি লেখা ফিরে এলো সব
এই বেশ কানে লেগে থাকে চেনা কলরব
ঘুম শেষ দূরে ফুটেছিল আলো
তুমি ভালোবাসো বলে।

Highway-র মাঝখানে কাটাকুটি
খেলি বসে দুজনে
বোঝে আর কজনে?
সেইসব ধুসরে ছুটে গেছি
মরীচিকা চোখে রোজ
তাকিয়েছি কি সহজ।

হাতে রাখা আছে আমাদের চাবি
বুনো ফুল দাবি আজ খেলা শেষ
ফিরে যেতে যেতে মনে পড়ে গেল
দিন ছুটি হল তাই খেলা শেষ।

খেলা শেষ যত চিঠি লেখা ফিরে এলো সব
এই বেশ কানে লেগে থাকে চেনা কলরব
ঘুম শেষ দূরে ফুটেছিল আলো
তুমি ভালোবাসো বলে।

ফিরে দেখা

পিছনে ফিরে তাকানো যায়
আড়ালে সামলে নেওয়া যায়
এভাবেই গড়িয়ে যাচ্ছে জল
অভিযোগ গলছে অনর্গল
এই অন্ধ চোখে গল্প লেখা যায় না।

পিছনে ফিরে তাকানো যায়

ছুঁয়ে থাকা ছিল, কিছু ফাঁকা ছিল
খেলা ছিল শরীরে শরীরে।
রঙে মাতাল ছিল, কে বেসামাল ছিল?
কিছু আগুন ছিল গভীরে।
সেই আগুনে ঠিক পুড়ে যাওয়া যায় না।

এই অন্ধকারে আমি
এই স্পর্শ অনুগামী
তবে সবার চেয়ে দামী আমার মন
আর আমার মনের ভেতর
টুকরো কিছু পাথর
নরম হতে চাইছে সারাক্ষণ।
দূর থেকে বুঝতে পারা যায় না।

পিছনে ফিরে তাকানো যায়
আড়ালে সামলে নেওয়া যায়
এভাবেই গড়িয়ে যাচ্ছে জল
অভিযোগ গলছে অনর্গল
এই অন্ধ চোখে গল্প লেখা যায় না।

তোমায় নিয়েই গল্প হোক

(humming)

১)
ভিজছে কাক, আয়না থাক, দেখুক তোমায় ফুলের দল
পথের বাঁক, আনতে যাক, বৃষ্টি ধোয়া কলসী জল
শহরতলি জুড়ে, গলির মোড়ে মোড়ে
তোমায় নিয়েই গল্প হোক

ভিজছে কাক, আয়না থাক, দেখুক তোমায় ফুলের দল
পথের বাঁক, আনতে যাক, বৃষ্টি ধোয়া কলসী জল
শহরতলি জুড়ে, গলির মোড়ে মোড়ে
তোমায় নিয়েই গল্প হোক

জানি তোমার ছন্দে অন্তমিল নেই
তোমার উর্দ্ধগামী বালিশ ছেঁড়া স্বপ্ন ধোঁয়া
উড়ছে উড়ুক
উড়ছে উড়ুক।

২)
তোমার চোখ মেঘলা হোক তোমার কথাই পড়ছে মন
আঙুল ছোঁয়ার মুদ্রাদোষ তোমার কথার খুব ওজন
হাজার করতালি, তোমায় বলে খালি
তোমায় নিয়েই গল্প হোক

জানি তোমার ছন্দে অন্তমিল নেই
তোমার ঊর্দ্ধগামী বালিশ ছেঁড়া স্বপ্ন ধোঁয়া
উড়ছে উড়ুক
উড়ছে উড়ুক
উড়ছে উড়ুক
উড়ছে উড়ুক।

(humming)

জানি তোমার ছন্দে অন্তমিল নেই
তোমার ঊর্দ্ধগামী বালিশ ছেঁড়া স্বপ্ন ধোঁয়া
উড়ছে উড়ুক
উড়ছে উড়ুক
উড়ছে উড়ুক
উড়ছে উড়ুক।

Contact Book Anupam Roy Band for Live Shows

Contact Details

Call: +91 9836087757, +91 9051821222

Stay Connected

FacebookTwitterG+