Deprecated: Array and string offset access syntax with curly braces is deprecated in /home/pkcx9hxt8y2i/anupamroymusic.com/libraries/f0f/less/less.php on line 1067

Deprecated: Array and string offset access syntax with curly braces is deprecated in /home/pkcx9hxt8y2i/anupamroymusic.com/libraries/f0f/less/less.php on line 2822
Family Album Song Lyrics | Bengali Film | Music Director Anupam Roy

Family Album, 2015

একটাই পরিচয়

১)
আজকাল আমি প্রায়
সারা সকাল paralysed
হয়ে বোতল আধঘুমের ভেতর।
চোখ খুলি, চোখ বুঁজি
এই টেবিলেই তোকে খুঁজি
দেখি ছায়ার মত মুখ কতশত।

এ শরীরে একদম রক্ত নেই, আমার
এ শরীরে একদম রক্ত নেই।

তোর আমার একটাই পরিচয়
দুজনেরই কাঁচা অভিনয়
দুজনের শব্দের অপচয়।
তোর আমার একটাই পরিচয়
দুজনেরই ধরা পড়ার ভয়
দুজনের ভুলে ধুলোময়।

২)
কিছু বিশাল কালো রাত
আমি মেঝেতেই কুপোকাৎ
হয়ে পাখার মত চক্রাকারে ঘুরি।
তোর কাপড় মেলার দিন
আজ শূন্য এ রেলিং
আমি পাথর হয়ে যাই পুরোপুরি।

এ শরীরে একদম রক্ত নেই, আমার
এ শরীরে একদম রক্ত নেই।

তোর আমার একটাই পরিচয়
দুজনেরই কাঁচা অভিনয়
দুজনের শব্দের অপচয়।
তোর আমার একটাই পরিচয়
দুজনেরই ধরা পড়ার ভয়
দুজনের ভুলে ধুলোময়।

সেদ্ধভাত

১)
আমার জামায় পোঁতা হুক, তোমার প্রশ্নে ভরা মুখ
আমার স্বার্থপরের হাত, তোমার কষ্ট পাওয়ার ধাত
আমার ব্যবসাদারের মন, ভালো লাগবে কতক্ষণ?
লোডশেডিঙের সুপার স্টার, মোমবাতির এই অহংকার।

সম্ভবত আমার ভুল, তাই ওই রুটে হাঁটছি না
মিথ্যে কথা বেমালুম, আমি আর ঘাঁটাচ্ছি না।
সেদ্ধভাতে আছি ভাই, রক্তপাতে আমি নেই।

আমি গল্প হলেও সত্যি
আমার গলা ভেঙে লা লা লা লা লা
আমার সব ঠাকুরেই ভক্তি
আমার গুপ্তকথা
না না না বলব না
না না না বলব না কিছু।

২)
জন্মদিনে আঁকা খাম, এখন ফেরত চাইছ দাম
কাটামুন্ডু ঝুলছে রোজ, মশামাছির নৈশভোজ
ঘোমটা টেনে মারছ চোখ, লোকসমাজে গিলছ ঢোক
তোমার ছাতা তোমার ব্যাগ, আমায় ফালতু দিচ্ছ র্যাবগ!

সম্ভবত আমার ভুল, তাই ওই রুটে হাঁটছি না
মিথ্যে কথা বেমালুম, আমি আর ঘাঁটাচ্ছি না।
সেদ্ধভাতে আছি ভাই, রক্তপাতে আমি নেই।

আমি গল্প হলেও সত্যি
আমার গলা ভেঙে লা লা লা লা লা
আমার সব ঠাকুরেই ভক্তি
আমার গুপ্তকথা
না না না বলব না
না না না বলব না কিছু।

বালিকার গান

তোকে কোন নামে ডাকি, বালিকা তোকে কোন নামে ডাকি।

১) রাস্তা রোদে জানলা গুনি
আখের রসের শব্দ শুনি
ম্যাগাজিনের মলাট মুখে আঙ্গুল বোলাই।
২) পুলিশ ট্রাফিক পেরিয়ে যেতেই
তোর চোখের ওই পাগলামিতেই
পড়ছি ধরা নিয়ম করে কোথায় পালাই।

কখনো কার্নিশে মেঘের পাশে
কখনো মুখচোরা কলেজ ঘাসে।
তোকে কোন নামে ডাকি, বালিকা তোকে কোন নামে ডাকি।

৩) হাত পেতে যেই চাইতে যাবি
আমার হাতের মুঠোয় চাবি
বাসলে ভালো চাইবি কেন? এমনি পাবি।
৪) লেঙ্গি তো ভাই খেতেই পারি
তাই বলে কি থামতে পারি
ঘ্যানর ঘ্যানর প্যানর প্যানর কেলেঙ্কারি।

কখনো কার্নিশে মেঘের পাশে
কখনো মুখচোরা কলেজ ঘাসে।
তোকে কোন নামে ডাকি, বালিকা তোকে কোন নামে ডাকি।

ঘুম মেশিন

১)
চশমা মুছি সামলে আর হাঁটি বৃষ্টি থামলে, থামলে
ময়লা জামা গায়ে, কাদা উঠছে পায়ে পায়ে, পায়ে পায়ে

কার মত কে হয়?
বলো কার মত কে হয়?

থেমে যাওয়া ঘুম মেশিন আমার
আর কাজ করছে না।
জেগে থাকা এক পোশাকের রাত
কোথাও আআর যাচ্ছে না।

২)
বাসন মাজার শব্দ, করছে তোমায় জব্দ, জব্দ
নাম নিয়েছ ছদ্ম, তাই কলমে অবাধ্য, অবাধ্য

কার ভালো কে চায়?
বলো কার ভালো কে চায়?

থেমে যাওয়া ঘুম মেশিন আমার
আর কাজ করছে না।
জেগে থাকা এক পোশাকের রাত
কোথাও আআর যাচ্ছে না।
আগুনের ফুলকি ছোঁয়া যায়
নিভে যেন নিভছে না
বেজে ওঠা দমকলে তোমার
লাল গাড়ি আসছে না।

যে আলাপ

যে আলাপ গড়ায়
দুপুরে আমার ঘুম আসে না, আসে না
ঝরে পড়ে নিরাকার বাক্য।
যে আলাপ গড়ায়
অথবা সময়ে নেই, কাঁপে চোখ, চায়ে কাপ
ফুরিয়ে এসেছে শেষ চুমুকে।

১)
পুরনো নদীর কাছে ফিরে যাওয়া
অথবা যদির কাছে ক্ষমা চাওয়া
প্রতিবেশী কানগুলো টেবিলের আশেপাশে
ধরা পড়ে মনোযোগ চামচের উচ্ছাসে।

দুপুরে কারোর ঘুম আসে না, আসে না
ঝরে পড়ে নিরাকার শব্দ।

২)
বহুতল ভাবনার মুখোমুখি
ঢিলেঢালা জীবনেই চিরসুখী
কত কথা থেকে গেল তলানির উপহারে
এরপর কবে দেখা? কবে? কার দরকারে?

যে আলাপ গড়ায়
দুপুরে আমার ঘুম আসে না, আসে না
ধরা পড়ি নিরাকার বাক্য।
যে আলাপ গড়ায়
অথবা সময়ে নেই, কাঁপে চোখ, চায়ে কাপ
ফুরিয়ে এসেছে শেষ চুমুকে।

Contact Book Anupam Roy Band for Live Shows

Contact Details

Call: +91 9836087757, +91 9051821222

Stay Connected

FacebookTwitterG+