Deprecated: Array and string offset access syntax with curly braces is deprecated in /home/pkcx9hxt8y2i/anupamroymusic.com/libraries/f0f/less/less.php on line 1067

Deprecated: Array and string offset access syntax with curly braces is deprecated in /home/pkcx9hxt8y2i/anupamroymusic.com/libraries/f0f/less/less.php on line 2822
Hemlock Society Song Lyrics | Bengali Film | Music Director Anupam Roy

Hemlock Society, 2012

জল ফড়িং

১)
তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস,
অবাধ আনাগোনার হিসেব কেন রাখিস?
সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা জিনে,
কেন খুঁজতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে।
ভেজা রেলগাড়ি হয়ত সবুজ ছুঁয়ে ফেলে
আর সারাটা পথ ভীষণ খামখেয়ালে চলে।
তারপর পেরোয় মেঘ আর তারায় ভরা স্টেশন,
একটু থামতে চায়, প্রেমিকের ইনস্পিরেশন।

তোর এ সকাল ঘুম ভেঙে দিতে পারি,
তোর এ বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি,
তোকে আলোর আলপিন দিতে পারি।
তোকে বসন্তের দিন দিতে পারি,
আমাকে খুঁজে দে জল ফড়িং।

২)
ছুঁড়ে ফেলে দে তোর গল্প বলা ঘড়ি
শূন্যে খুড়োর কল সব মিথ্যে আহামরি,
একটু শুনতে চাই তোর পাঁজর ভাঙা চিৎকার,
বন্য গানের সুর, তোর অদ্ভূত এক অহঙ্কার।

তোর এ সকাল ঘুম ভেঙে দিতে পারি,
তোর এ বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি,
তোকে আলোর আলপিন দিতে পারি।
তোকে বসন্তের দিন দিতে পারি,
আমাকে খুঁজে দে জল ফড়িং।

এখন অনেক রাত

১)
এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস,
আমি বেঁচে আছি তোমার ভালবাসায়।
ছুঁয়ে দিলে হাত, আমার বৃদ্ধ বুকে তোমার মাথা,
চেপে ধরে টলছি কেমন নেশায়।

কেন যে অসংকোচে অন্ধ গানের গলি,
পাখার ব্লেডের তালে সোজাসুজি কথা বলি।

আমি ভাবতে পারিনি, তুমি বুকের ভেতর ফাটছ,
আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ।
আমি থামতে পারিনি, তোমার গালে নরম দুঃখ,
আমায় দু হাত দিয়ে মুছতে দিয়ো প্লীজ।

২)
তোমার গানের সুর, আমার পকেট ভরা সত্যি মিথ্যে,
রেখে দিলাম তোমার ব্যাগের নীলে।
জানি তর্কে বহুদূর তাও আমায় তুমি আঁকড়ে ধরো,
আমার ভেতর বাড়ছ তিলে তিলে।

কেন যে অসংকোচে অন্ধ গানের গলি,
পাখার ব্লেডের তালে সোজাসুজি কথা বলি।

আমি ভাবতে পারিনি, তুমি বুকের ভেতর ফাটছ,
আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ।
আমি থামতে পারিনি, তোমার গালে নরম দুঃখ,
আমায় দু হাত দিয়ে মুছতে দিয়ো প্লীজ।

এই তো আমি চাই

এই তো আমি চাই, মাখবো গায়ে সোনা,
হাত বাড়ালেই ছাই, আবার কখন
ঘিরছে আমায় চাদর সকাল
ভাঙছে আওয়াজ ঘুম,
বুনতে বুনতে ফুরোয় সময়,
গুনতে গুনতে দিন,
ও ও ও ও ও।

১)
এভাবেই চল খেলি, আমাকে যা খুশি ডাকিস
ঘাস ছুঁলে পা দুটো কেন তুই চোখ বুঁজে থাকিস,
আমিও আদরে পড়ছি ধরা আহা।
এই তো আমি চাই...

২)
চল এবার ফিরে যাই মেখে দেখি শহর গলি
শোরগোলে মুখ তুলে তোকে ঠিক কোন কথা বলি,
আমিও আদরে পড়ছি ধরা আহা।
এই তো আমি চাই...

ফিরিয়ে দেওয়ার গান

১)
ভেবেছিলাম তোকে ফিরিয়ে দেবো আমি
ভেবেছিলাম ঘুরে তাকাবো না।
ভেবেছিলাম তোকে পুড়িয়ে ফেলবো আমি
ভেবেছিলাম উড়িয়ে দেবো ছাই।

কিচ্ছু পারলাম না, শুধু বাড়লো ওজন বুক
সুখী গাল বোঝে না, কবিদের অসুখ
পাতলা ঠোঁটের ডগায়, সাজানো গল্পের খই
তোকে ফিরিয়ে দেওয়া উচিত অবশ্যই ... এভাবে

গাছপালার স্নেহ দিয়ে ঢাকা, থাক সে পথ ফাঁকা
থাক তোর ডাকে সাড়া দেবো না, দেবো না, না, না।
শত বসন্তের আদরে যেই, রেখেছি বালিশে ঘুম
থাক পাতার ভাঁজে রাখা, আমার এই ভালো লাগা।

আমাকে ঘুড়ি ভেবে ওড়াস না,
নরম আঙুল কেটে যাবে
উপড়ে নেব নিজেকে।

২)
ভেবেছিলাম তোকে নিভিয়ে ফেলব আমি,
ভেবেছিলাম তারা ফোটাবো না,
ভালো হত পেলে সময় অফুরন্ত,
ফুরিয়ে যায়, ফিরিয়ে দেওয়া গান।

কেন ভাঙছে আকাশ, আমি ভাঙছি না,
হয়ত তোর ভেতরেও একই অবস্থা।
পাতলা ঠোঁটের ডগায়, সাজানো গল্পের খই
তোকে ফিরিয়ে দেওয়া উচিত অবশ্যই ... এভাবে

গাছপালার স্নেহ দিয়ে ঢাকা, থাক সে পথ ফাঁকা
থাক তোর ডাকে সাড়া দেবো না, দেবো না, না, না।
শত বসন্তের আদরে যেই, রেখেছি বালিশে ঘুম
থাক পাতার ভাঁজে রাখা, আমার এই ভালো লাগা।

আমাকে ঘুড়ি ভেবে ওড়াস না,
নরম আঙুল কেটে যাবে
উপড়ে নেব নিজেকে।

৩)
বুঝবি না, তোর ক্ষতয় হাত বোলালে
জানবি না, কেন যে চোখ ঢাকি
বুঝবি না, কেন ওপাশ ফিরে শুলে
জানতে চাস না, কেন এভাবে থাকি

কেন প্রশ্ন এড়াস, আমি ঠকবো না
বিশাল ফারাক আছে, তা কি বুঝিস না?
পাতলা ঠোঁটের ডগায়, সাজানো গল্পের খই
তোকে ফিরিয়ে দেওয়া উচিত অবশ্যই ... এভাবে

গাছপালার স্নেহ দিয়ে ঢাকা, থাক সে পথ ফাঁকা
থাক তোর ডাকে সাড়া দেবো না, দেবো না, না, না।
শত বসন্তের আদরে যেই, রেখেছি বালিশে ঘুম
থাক পাতার ভাঁজে রাখা, আমার এই ভালো লাগা।

আমাকে ঘুড়ি ভেবে ওড়াস না,
নরম আঙুল কেটে যাবে
উপড়ে নেব নিজেকে।

আমার মতে (Female)

কতবার তোর আয়না ভেঙে চুরে ঘুরে তাকাই
আমার মতে তোর মতন কেউ নেই।
কতবার তোর কাঁচা আলোয় ভিজে গান শোনাই,
আমার মতে তোর মতন কেউ নেই।

১)
এই মৃত মহাদেশে রোদ্দুর বারবার,
হয়ত নদীর কোন রেশ,
রাখতে পারিনি অবশেষ।
অথবা আমার সব হাতগুলো হারবার
পরেও খেলেছি এক দান,
বুঝিনি কিসের এত টান।

কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়া।

২)
তোর বাড়ির পথ যুক্তির সৈন্য
যতটা লুকিয়ে কবিতায়,
তারও বেশী ধরা পড়ে যায়।
তোর উঠোন জুড়ে বিশাল অঙ্ক,
কষতে বারণ ছিল তাই,
কিছুই বোঝা গেল না প্রায়।

কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়া।

আমার মতে (Male)

কতবার তোর বাড়ি গিয়ে ফিরে ফিরে এলাম
আমার মতে তোর মতন কেউ নেই।
কতবার তোর জানলা দিয়ে গলে হলুদ খাম,
আমার মতে তোর মতন কেউ নেই।

১)
তোর বাড়ির পথ যুক্তির সৈন্য
যতটা লুকিয়ে কবিতায়,
তারও বেশী ধরা পড়ে যায়।
তোর উঠোন জুড়ে বিশাল অঙ্ক,
কষতে বারণ ছিল তাই,
কিছুই বোঝা গেল না প্রায়।

কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়া।

Contact Book Anupam Roy Band for Live Shows

Contact Details

Call: +91 9836087757, +91 9051821222

Stay Connected

FacebookTwitterG+